Shadow

অবশেষে করোনামুক্ত অভিষেক বচ্চন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

প্রায় একমাসের মাথায় করোনা নেগেটিভ হলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। তবে এখনই তিনি হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না।

করোনা ভাইরাস মুক্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন জুনিয়র বচ্চন।

তিনি লেখেন, ‘প্রমিস মানে প্রমিস। আজ দুপুরে আমি কোভিড নেগেটিভ হলাম। আমি তোমাদের বলতে চাই, যুদ্ধে জিতলাম। আমার পরিবার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। করোনা যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ। ওরা যা করলেন, তার জন্য ধন্যবাদ।’

মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন অভিষেক। তার সঙ্গেই করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। একই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছেন বলিউডের শাহেনশা।

  রোম্যান্টিক দৃশ্যে বৃষ্টিতে ভেজা বন্ধ হচ্ছে নায়িকাদের

অমিতাভের আগেই মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধ সেরে সুস্থ হয়ে ফিরেছেন বচ্চন ঐশ্বরিয়া রাই এবং তার মেয়ে আরাধ্যা।

 

আমাদের বাণী ডট কম/০৯ আগস্ট ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •