ইন্ডিয়া প্রিমিয়ার লিগে (IPLT20) সময়সূচি ২০২৩ অনুযায়ী আগামী ২৫ মার্চ শুরু হবে আইপিএলের ১৬ তম আসর।আইপিএল খেলার সময়সূচী ভেন্যু দল ও খেলোয়াড় তালিকা প্রকাশ হয়েছে । এবারের টুর্নামেন্টের সকল নিজেদের হোম গ্রাউন্ডে আয়োজন করা হবে, এর আগের বছর কোভিড নাইন্টিনের কারণে কিছু সমস্যা হলেও এবারের IPL আসরে কোন প্রকার সমস্যা হবে না বলে জানায় বিসিসির থেকে। ১০টি দল নিয়ে আয়োজন করা হবে খেলা। আইপিএল ২০২৩ ফাইনাল হবে মে মাসের ২৮ তারিখ।
কবে শুরু হবে আইপিএল ২০২৩
কোচিতে ২৩ ডিসেম্বরে বসতে চলেছে আইপিলের মিনি নিলাম (IPL 2023 Auction)। ২০২২ সাল থেকে আট দলের বদলে ১০ দলের আইপিএল শুরু হয়েছে। এ বারের মিনি নিলাম হবে একদিনের। নিলামে থাকছে দেশ-বিদেশের ৪০৫ জন ক্রিকেটারের নাম। যে ৪০৫ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে নিলামে তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে।
২০২৩ সালে আইপিএল শুরু হবে মার্চ মাসের ২৫ তারিখে ১০টি দল অংশ গ্রহন করায় মোট ৭৪ টি ম্যাচ আয়োজন করা হবে। গত আসরের মতো নতুন দুই দল খেলবে বলে জানা যায় ।
আইপিএল ২০২৩ দল সমূহ
আইপিএল সময়সূচী 2023 ম্যাচের তারিখ এবং ফিক্সচার, দলের তালিকা এবং প্রথম ম্যাচ আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করা যেতে পারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আনুষ্ঠানিকভাবে টাটা আইপিএল 10টি দল রয়েছে, তারা সাতটি ভারতীয় শহর এবং তিনটি ভারতীয় রাজ্যে বিভক্ত।
- চেন্নাই সুপার কিংস
- রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
- কলকাতা নাইট রাইডার্স
- মুম্বাই ইন্ডিয়ান্স
- দিল্লি ক্যাপিটালস
- সানরাইজার্স হায়দ্রাবাদ
- পাঞ্জাব সুপার কিংস
- রাজস্থান রয়্যালস
- গুজরাত টাইটান্স
- লখনউ সুপার জায়ান্টস
আইপিএল ২০২৩ সালে কত তম আসর?
ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩ সালে আয়োজন করবে ১৬ তম আসর। এর আগে ২০২২ সালে ১৫তম আসর আয়োজন করা হয়েছিল। ১৬ তম IPL আসরে দশটি দল খেলবে ইন্ডিয়া প্রিমিয়ার লিগের সময় সূচি অনুযায়ী ২৫ মার্চ শুরু হবে ১৬ তম আইপিএল আসরের। ভারতের ভেন্যূতেই হবে সকল ম্যাচ।

আইপিএল সময়সূচী ২০২৩
BCCI (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) ২০০৭ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠা করে, এটি মূলত প্রতি বছরের মার্চ এবং মে মাসের মধ্যে সম্পাদিত হয়। আমরা সকলেই জানি যে ২০২২ সালে আইপিএল টিম ৮ থেকে ১০ হয়েছে তাই এই আসন্ন মৌসুমে মোট ম্যাচের সংখ্যা ৭৪ টি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম সিজন ২৫ মার্চ ২০২৩ থেকে ২৮ মে ২০২৩ পর্যন্ত চলবে । এখানে এই নিবন্ধে, আমরা আপনাকে আইপিএল সময়সূচী ২০২৩ প্রদান করতে যাচ্ছি। ভারতে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এটি একটি খুব জনপ্রিয় ক্রিকেট ফর্ম্যাট। যা ক্রিকেট ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়।
ম্যাচ নং | ম্যাচ সেন্টার | তারিখ | IpL সময়সূচি |
---|---|---|---|
১ | চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স | ২৫ মার্চ ২০২৩ | ৭:৩০ পিএম |
২ | দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | ২৬ মার্চ ২০২৩ | 3:30 PM |
৩ | পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ২৬ মার্চ ২০২৩ | ৭:৩০ পিএম |
৪ | গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস | ২৭ মার্চ ২০২৩ | ৭:৩০ পিএম |
৫ | সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস | ২৮ মার্চ ২০২৩ | ৭:৩০ পিএম |
৬ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস | ২৯ মার্চ ২০২৩ | ৭:৩০ পিএম |
৭ | লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস | ৩০ মার্চ ২০২৩ | ৭:৩০ পিএম |
৮ | চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস | ৩১ মার্চ ২০২৩ | ৭:৩০ পিএম |
৯ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস | ১ এপ্রিল ২০২৩ | 3:30 PM |
১০ | গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস | ১ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
১১ | চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস | ২ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
১২ | সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস | ৩ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
১৩ | রাজস্থান রয়্যালস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ৪ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
১৪ | চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | ৫ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
১৫ | লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস | ৬ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
১৬ | পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স | ৭ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
১৭ | কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ | ৮ এপ্রিল ২০২৩ | 3:30 PM |
১৮ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | ৮ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
১৯ | কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস | ৯ এপ্রিল ২০২৩ | 3:30 PM |
২০ | রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস | ৯এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
২১ | সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাত টাইটান্স | ১০ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
২২ | চেন্নাই সুপার কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১১ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
২৩ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস | ১২ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
২৪ | রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স | ১৩ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
২৫ | সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স | ১৪ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
২৬ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস | ১৫ এপ্রিল ২০২৩ | 3:30 PM |
২৭ | দিল্লি ক্যাপিটালস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১৫ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
২৮ | পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৬ এপ্রিল ২০২৩ | 3:30 PM |
২৯ | গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস | ১৬ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৩০ | রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স | ১৭ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৩১ | লখনউ সুপার জায়ান্টস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১৮ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৩২ | দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস | ১৯ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৩৩ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস | ২০ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৩৪ | দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস | ২১ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৩৫ | কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স | ২২ এপ্রিল ২০২৩ | 3:30 PM |
৩৬ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ | ২২ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৩৭ | লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | ২৩ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৩৮ | পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস | ২৪ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৩৯ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস | ২৫ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৪০ | গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ | ২৬ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৪১ | দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স | ২৭ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৪২ | পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস | ২৮ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৪৩ | গুজরাত টাইটান্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ২৯ এপ্রিল ২০২৩ | 3:30 PM |
৪৪ | রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | ২৯ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৪৫ | দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস | ৩০ এপ্রিল ২০২৩ | 3:30 PM |
৪৬ | সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস | ৩০ এপ্রিল ২০২৩ | ৭:৩০ পিএম |
৪৭ | কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস | ১ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৪৮ | গুজরাত টাইটান্স বনাম পাঞ্জাব কিংস | ২ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৪৯ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস | ৩ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৫০ | দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ | ৪ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৫১ | গুজরাত টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | ৫ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৫২ | পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস | ৬ মে ২০২৩ | 3:30 PM |
৫৩ | লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স | ৬ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৫৪ | সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ৭ মে ২০২৩ | 3:30 PM |
৫৫ | চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস | ৭ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৫৬ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স | ৮ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৫৭ | লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স | ৯ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৫৮ | রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস | ১০ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৫৯ | চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | ১১ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৬০ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস | ১২ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৬১ | কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৩ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৬২ | চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স | ১৪ মে ২০২৩ | 3:30 PM |
৬৩ | লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস | ১৪ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৬৪ | পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস | ১৫ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৬৫ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৫ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৬৬ | কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস | ১৭ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৬৭ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স | ১৮ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৬৮ | রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস | ১৯ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৬৯ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটাল | ২০ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৭০ | সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস | ২১ মে ২০২৩ | ৭:৩০ পিএম |
৭১ | কোয়ালিফাই ১ | হয়নি | ৭:৩০ পিএম |
৭২ | ইলিমেন্টর | হয়নি | ৭:৩০ পিএম |
২৩ | কোয়ালিফাই ২ | হয়নি | ৭:৩০ পিএম |
৭৪ | IPL ২০২৩ ফাইনাল | ২৮ মে ২০২৩ | ৭:৩০ পিএম |