১১তম গ্রেডসহ বিভিন্ন দাবিতে আগামী ২০ মে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা একযোগে এ কর্মসূচি পালন করবেন।

শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ১১তম গ্রেডের যৌক্তিক দাবি জানিয়ে আসলেও এখনো এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার অসংখ্যবার প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয়নি। ফলে শিক্ষকরা রমজানের মধ্যেই আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। তবে ১৯ মে’র মধ্যে দাবি মানা হলে কর্মসূচি প্রত্যাহার করে নেবেন বলে তারা জানিয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ছয় বছর ধরে মন্ত্রী থেকে শুরু করে সব জায়গায় আমাদের দাবি জানিয়েছি। সর্বশেষ আওয়ামীলীগের ইশতেহারেও এটি উল্লেখ করা হয়েছে। তারপরও দাবি মানা হয়নি।’

তিনি বলেন, ‘দাবি না মানায় আমরা সহকারী শিক্ষকদের সবগুলো সংগঠন মিলে এ আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ১৯ মে’র মধ্যে দাবি মানা না হলে ২০মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হবে।’ শিগগিরই সবগুলো সংগঠন মিলে এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা আসবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও এখনো দাবি মানা হয়নি। সরকারের বিভিন্ন পর্যায় থেকে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে। এ কারণে সব সংগঠন মিলে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরো পড়ুন: রমজানেই আন্দোলনে সহকারী শিক্ষকরা: প্রধান শিক্ষকদের জরুরি সভা ১ মে

শিক্ষকরা জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন, বর্তমান সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার এবং নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রীর ভয়েস কলে দেওয়া প্রতিশ্রুতি বাতসবায়নের নিমিত্তে শতভাগ পদোন্নতিসহ জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণসহ কয়েকটি দাবিতে এ কর্মসূচি পালন করবেন। এতে সারাদেশের সহকারী শিক্ষকরা অংশ নেবেন।

এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিবন্ধিত চারটি সংগঠন অংশ নেবেন। এছাড়া অনিবন্ধিত বেশ কয়েকটি সংগঠনও এ আন্দোলনে থাকবে বলে শিক্ষকরা জানিয়েছেন।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।