জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের স্ত্রী, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মাতা আমেনা বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলজাঝাড়ায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মাসব্যাপী কোরান খতম শেষে আমেনা বেগম ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের রুহের মাগফিরাত কামনায় তাঁদের পরিবারবর্গের উদ্যোগে সোমবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এতিমখানা ও বৃদ্ধ নিবাস প্রাঙ্গণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মরহুমার রুহের মাগফিরাত কামনা, জাতির পিতাসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা, পরিবার স্বজন ও প্রধানমন্ত্রীর সুসাস্থ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন বরিশাল এবাদুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো. নুরুর রহমান বেগ। মিলাদ শেষে এতিম ও অতিথিদের খাবার পরিবেশন করা হয়।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক ড. অজিয়র রহমান, ডিজিএফআই কর্নেল জিএস জিএম শরিফুল ইসলাম, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছসহ জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]