বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে ১৫ তম কাউন্সিলের মধ্যে দিয়ে এ কমিটি গঠন করা হয়। আইন বিভাগের শিক্ষার্থী নুরুন্নবী ইসলাম সবুজকে সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী জি.কে সাদিক কে সাধারণ সম্পাদক করে আগামী একবছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
রুমি নোমানের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচির কেন্দ্রীয় সংসদের সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি কে এম শরিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেরদাউসুর রহমান সোহাগ। বিশ্ববিদ্যালয় সংসদের সম্পাদক শাহাদাত তিমিরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম।
কমিটির বাকি সদস্যরা হলেন সহ সভাপতি মেহেদী হাসান, উর্মি খাতুন, সহ-সম্পাদক রুমি, সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহান, দপ্তর ও কোষাধ্যক্ষ পিয়াস পান্ডে, শিক্ষা ও গবেষণা সম্পাদক আনাস, সাংস্কৃতিক সম্পাদক প্রগতি বিশ্বাস, প্রচার সম্পাদক উদয় দেবনাথ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মখলেছুর রহমান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন শাহাদাত তিমির, মারুফ ওহাব, জুঁই, শফিকুর সহ সর্বমোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]