ঈদে কেউ ট্রেনের ছাদে ভ্রমণ করার সুযোগ পাবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিষয়টি মনিটরিং করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার  কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার আমিনুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলের আগাম টিকিট বিক্রির শেষ দিন রোববারেও কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। শুক্র ও শনিবার যারা টিকিট কাটতে ব্যর্থ হয়েছেন তারাও ভিড় করেন কাউন্টারে। তবে ভিড় অন্য দিনের তুলনায় কম।

অনলাইনে টিকিট কাটা নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল বরাবরের মতোই। তবে কর্তৃপক্ষ বলছে, বিষয়গুলো স্বাভাবিক। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ মে থেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।