আসন্ন দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে ২১,ভাইস চেয়ারম্যান ২৭, মহিলা ভাইস চেয়াম্যান পদে ১৭ টি মনোনয়ন জমা পড়েছে।
আগামী ১৮মার্চ ঠাকুরগাঁও জেলায় দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচন। মোট পাঁচটি উপজেলায় মনোনয়ন জমার শেষ তারিখ ছিলো ১৮ ফেব্রুয়ারি । জেলা রিটার্নিং অফিসার নূর কুতুবুল আলম জানান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৬ টি,ভাইস চেয়ারম্যান পদে ৬টি ও মহিলা ভাইস চেয়াম্যান পদে মনোনয়ন জমা পড়েছে ৩টি।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলায় আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাজিউর রেজা স্বপন চৌধুরী, ওয়ারকার্স পার্টির গোলাম সারওয়ার স¤্রাট,ন্যাশনাল পিপলস্ পার্টির মো.রাজিউল ইসলাম, ইসলামি ঐক্য জোটের মো.রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রর্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান ন¤্র চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন জেলা সেচ্ছাসেবক‘লীগের সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান সুনাম, জেলা
কৃষক‘লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহম্মেদ চৌধুরী রিংকু, সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ,ছাত্রলীগের মো.রবিউল ইসলাম,জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল কাদের ও মো.নুরুজ্জামান ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন জেলা যুব মহিলা‘লীগের সাধারণ সম্পাদক মাসহুরা বেগম,কেন্দ্রীয় যুব মহিলা‘লীগের সদস্য আনজু মান আরা বন্যা ও শাহনাজ বেগম পারুল ।
পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মনোনয়ন জমা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন জমা দিয়েছেন।
রানীশংকৈল উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।
হরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন , ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।
আমাদের বাণী/আ-আ-হ-মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]