এসএসসি (ভোক) শিক্ষাক্রমের ৭টি ও এইচএসসি (বিএম) শিক্ষাক্রমের ৪টিসহ মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৩ বছরের জন্য একাডেমিক স্বীকৃতি দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি বোর্ড থেকে প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০১৮ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে ২০২১ খ্রিস্টাব্দের ৩০ জুন পর্যন্ত ৩ বছরের জন্য এসব প্রতিষ্ঠানকে একাডেমিক স্বীকৃতি দেয়া হয়েছে। ২০২১ খ্রিস্টাব্দের ৩০ জুনের মধ্যে স্বীকৃতি নবায়ন না করা হলে এ স্বীকৃতি বাতিল বলে গণ্য করা হবে বলেও জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

এসব প্রতিষ্ঠানের জমির দলিলে তথ্য গরমিল, নামজারি, ডিসিআর, খাজনা খারিজ না থাকায় প্রতিষ্ঠানগুলোর জমির তথ্যাদি তিন মাসের মধ্যে যাচাই বাছাই সম্পন্ন করার শর্তে একাডেমিক স্বীকৃতি দেয়া হয়েছে।

তালিকা দেখুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।