Shadow

এক অদ্ভুত মাছ ট্রিগার ফিস

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট, ঢাকা; অবিশ্বাস্য অদ্ভুত অনেক কিছু দেখা যায় প্রকৃতিতে, যার রহস্য উন্মোচন হয় না অনেক সময়। এবার তেমনিই দেখা গেলো একেবারে মানুষের মতো দাঁত ও ঠোট সম্বলিত এক অদ্ভুত মাছ।

জানা যায়, এই মাছকে ট্রিগার ফিস বলা হয়। সাধারণত এশিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়। মাছটির শরীরে দুটি রং। আর দুটি রং কে ভাগ করেছে একটি রেখা।

ঠোটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ প্রযন্ত বিস্তৃত সেই লাল রেখা। তবে মাছটির মুখ লম্বা এবং চোখের সামনে ধূসর রং এর বর্ডার দেখতে বেল্টের মতো।

  একজন সামান্য ইংরেজি শিক্ষক থেকে বিশ্ব সাম্রাজ্যে ২০ তম ধনাট্য ব্যক্তি

আমাদের বাণী ডট কম/১১  জুলাই  ২০২০/পিপিএম 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •