ডেস্ক রিপোর্ট, ঢাকা; নতুন আরও তিনটি কলেজ স্থাপনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজ তিনটি হলো- রাজশাহী গোদাগাড়ী উপজেলার আরশাদ আলী মেমোরিয়াল কলেজ, পটুয়াখালীর বাউফলের ইখতিয়ার উদ্দিন কলেজ এবং কুমিল্লার আদর্শ সদর এলাকার কুমিল্লা আইডিয়াল কলেজ।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসবে না। কলেজ পরিচালনা ও প্রতিষ্ঠার সঙ্গে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ না রাখার শর্তে স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। ফলে এসব কলেজের শিক্ষক-কর্মচারীরা এমপিও দাবি করতে পারবেন না। কুমিল্লা, রাজশাহী ও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সুপারিশে এসব কলেজ স্থাপনের অনুমতি দিতে সম্মতি জানানো হয়েছে।
জানা গেছে, পাঠদানের অনুমতি চাওয়ার আগেই অধ্যক্ষসহ প্রয়োজনীয় প্রশাসনিক জনবল নিয়োগ, জমি ক্রয়, অবকাঠামো নির্মাণ এবং শিক্ষা উপকরণ তৈরির শর্তে কলেজগুলো স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।
আমাদের বাণী ডট কম/১৭ জুলাই ২০২০/পিপিএম