Shadow

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রথা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির আহবায়ক হারুন অর রশিদ বলেছেন, এমপিও শিক্ষকদের বদলি প্রথা দ্রুত চালু করুন। শিক্ষকদের প্রাণের দাবি মেনে নিন। এসময় বদলি চালুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও প্রত্যাশা করেন তিনি।

শুক্রবার (২৫ অক্টোবর)  প্রতিষ্ঠান পরিবর্তন ও বদলি ব্যবস্থা চালুর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে  মানববন্ধন কর্মসূচি থেকে তিনি এ কথা বলেন। মানববন্ধনে দেশের বিভিন্ন স্থানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ নেন। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির ব্যানারে সকাল ১০টায়  এ কর্মসূচি শুরু হয়।

হারুন অর রশিদ জানান, বদলি ব্যবস্থা চালুর দাবিতে বিভিন্ন সময়ে সংশ্লিষ্টদের সাথে সাক্ষাৎ,স্মারকলিপি দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা ইতিবাচক আশ্বাস দিলেও বদলির প্রজ্ঞাপন বা অফিস আদেশ জারি করেনি। বাধ্য হয়ে আামরা আন্দোলনে যাচ্ছি।

সংগঠনটির সদস্য সচিব সিরাজুল ইসলাম জানান, বেসরকারি শিক্ষকদের বদলি ও ইনডেক্সধারীদের প্রতিষ্ঠান পরিবর্তন বিষয়টি এমপিও নীতিমালা ২০১৮তে উল্লেখ থাকলেও বদলি চালু না হওয়ায় হতাশ হচ্ছেন শিক্ষকরা। পাশাপাশি নীতিমালা অনুসারে ইনডেক্সধারীদের বিভাগীয় প্রার্থী হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠানের পরিবর্তন সুযোগ দিতে হবে, প্রত্যেক গনবিজ্ঞপ্তির পুর্বে ইনডেক্সধারীদের সার্কোলার আহবান করলে শুন্যপদ কমবে না বলে মন্তব্য করেন শিক্ষক নেতা সিরাজুল ইসলাম ।

  অবশেষে উদঘাটিত হল খাদ্যমন্ত্রীর জামাইয়ের মৃত্যু রহস্য

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন দিলীপ সরকার, মো. অপু, নাজির হোসেন, আবুল কালাম, সোলায়মান,জয় প্রমুখ।

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *