বরিশাল শিক্ষাবোর্ডের অধীন এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণে অকৃতকার্য থেকে পাস করেছে ৪২ শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। শনিবার দুপুরে বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে ৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী বিষয়ভিত্তিক পুনঃনিরীক্ষণের জন্য ১৫ হাজার ৯৮৫টি আবেদন করেন। এর মধ্যে ১৩০ জনের জিপিএ পরিবর্তন হয়।

ওয়েবসাইটের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। তিনি বলেন, সবচেয়ে বেশি আবেদন পড়েছিল গণিত বিষয়ে।

প্রসঙ্গত, ৬ মে এসএসসি’র প্রকাশিত ফলাফলে ১ হাজার ৪২৭টি স্কুল থেকে ১ লাখ ৬ হাজার ৬২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৮২ হাজার ৫৩৫ জন এবং জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৮৯ জন। পুনঃনিরীক্ষণে পাসের হার বেড়ে দাড়িয়েছে ৮২ হাজার ৫৭৭ জন এবং জিপিএ-৫ বেড়ে দাড়ালো ৪ হাজার ২০৩টিতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।