অবক্ষয়ের ব্যাধি
মোঃ জসিম উদ্দিন
নৈতিক অবক্ষয় সামাজিক অবক্ষয়
অবক্ষয় আজ মানবিক মূল্যবোধে,
নীতি-আদর্শকে দিয়ে জলাঞ্জলি সকলে
দৌড়াচ্ছে কোথায় আছে, সে কালো ক্রোধে!
শ্রেষ্ঠ জীবেন মৌলিক গুণাবলিগুলো আজ
কেন জানি সব ম্লান হয়ে যাচ্ছে ভবে,
বিচারক্ষমতা-সুবুদ্ধিসম্পন্ন মানব সমাজে
আজ বড়ই অভাব দেখা দিয়েছে তবে!
নেই সমাজকর্মী দেখি নেই সমাজসেবক
নেই আদর্শনিষ্ঠ নেই সমাজ সংস্কারক,
নেই নীতিপরায়ণ নেই সে জনস্বার্থবাদী
নেই মানবের কল্যাণী নেই সত্যের ধারক
আছে সূর্য্যের আলোয় নেয় নিজেকে উজ্জলকারী
সুন্দর বিনির্মাণে নিজেকে ব্রতী নয় কভু,
কর্মে নয় প্রদর্শিত হতে চায় সর্বক্ষণে
বৃথা সে জনম তার, আশাবাদী আমি তবু!
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]