Shadow

করোনাকালেও দেশে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট, ঢাকা;  বৈশ্বিক মহামারী করোনায় থমকে গেছে দেশের অর্থনীতি। ধস নেমেছে ব্যবসা-বাণিজ্যে। এই অচলাবস্থার মধ্যে বিদায়ী অর্থবছরেরর শেষ মাসে অর্থাৎ জুনে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮০ লাখ ডলার। এটি দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

গতকাল  বুধবার (০১ জুলাই ২০২০ ) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

 • সূত্র জানায়, বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮০৮ কোটি ডলার। এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স। আগের অর্থবছরে এসেছিল ১ হাজার ৬৪২ কোটি ডলার। সেই হিসেবে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ১০ শতাংশ। আর ২০১৭-১৮ অর্থবছরে আসে ১ হাজার ৪৯৮ কোটি ডলার। দেশে সর্বপ্রথম রেমিট্যান্স দেড় হাজার কোটি ডলারের ঘর অতিক্রম করে ২০১৪-১৫ অর্থবছরে। এর পর হুন্ডির কবলে পড়ে রেমিট্যান্স কমতে থাকে। ২০১৫-১৬ অর্থবছরে আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার। পরের অর্থবছর তা আরও কমে ১ হাজার ২৭৭ কোটি ডলারে নেমে আসে।

এ পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের পর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসা বাড়তে থাকে। গত অর্থবছরের শুরু থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। এর পর থেকে রেমিট্যান্স বাড়তে থাকে। কিন্তু করোনার কারণে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে পরিমাণ অনেক কম আসে। এর পরও অর্থবছর শেষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০১ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৭৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ২৫৮ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৭  হাজার ৮৭৫ টি যা গতদিনে ছিল ১৮ হাজার ৪২৬ টি ।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন। সুস্থতার হার ৪১.৬১% এবং মৃত্যুর হার ১.২৬ শতাংশ। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ ১২ জন, ৬১-৭০ ১১ জন, ৭১-৮০ সাতজন, ৮১-৯০ একজন এবং ১০০ বছরের একজন।

  ২১ জুলাই ১৯৭৬, প্রহসনের ফাঁসি ও কর্নেল তাহের

আমাদের বাণী ডট কম/০১ জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •