Shadow

করোনার মধ্যেই নতুন আতঙ্ক ‘সালমোনেলা’

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট ঢাকা; সারাবিশ্বে চরম আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। এই পরিস্থিতির মধ্যেই নতুন আতঙ্ক ছড়াচ্ছে ‘সালমোনেলা’।

 • জানা গেছে, এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। মুরগির মাধ্যমে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় অন্তত ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এখন।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে সিডিসি’র বরাত দিয়ে জানিয়েছে, তিনশ ৬৮ জন গত ২০ মে মাস থেকে আক্রান্ত হয়েছে।

 • চলতি বছরেই মোট চারশ ৬৫ জন মুরগির মাধ্যমে সালমোনেলা রোগে আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ৪২টি প্রদেশ থেকে এই খবর পাওয়া গেছে। ২০১৯ সালেও সালমোনেলা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল।
  ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন

সূত্র : সিএনএন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •