Shadow

কাউখালীতে অবৈধ দশ হাজার রেনু পোনা উদ্ধার ও কারেন্ট জাল জব্দ

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

মোঃ জিয়াদুল হক, কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা; জেলার কাউখালীর সন্ধ্যা, কচা ও কালিঙ্গা নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির দশ হাজার রেনু পোনা উদ্ধার করেন। এসময় অবৈধ ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত রেনু পোনাগুলো গত বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নহিদ ভূঞা এর উপস্থিতিতে সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল গুলো জনসম্মূখে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা আঃ বারী, জেলা সিনিয়র মৎস কর্মকর্তা জেরিন সুলতানা, উপজেলা মৎস কর্মকর্তা ফণি ভূষণ পাল।

  নোয়াখালীতে নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত

আমাদের বাণী ডট কম/০৩  জুলাই  ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •