ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব হোসেন (১৩) নামে এক কিশোর বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছে। বৃহস্পতিবার  তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব কালীগঞ্জ পৌরসভাধীন বাবরা গ্রামের লোকমান শেখের ছেলে।

নিহতের প্রতিবেশি নাসিম উদ্দীন জানান, সকালে নিজেদের ঘরে বিদ্যুতের তার নিয়ে কাজ করছিল। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার মৃত্যু ঘটে। বিপ্লব একজন কর্মজীবি কিশোর ছিলেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরুণ কুমার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই বিপ্লব মারা যায়।

কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, তার মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।