রাজবাড়ী জেলাধীন কালুখালীতে পাংশা হাইওয়ে থানা পুলিশ ২০০ বোতল ফেনসিডিল সহ তুষার (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক তুষার মেহেরপুর জেলার মুজিবনগর থানার মুজিবনগর ভবরপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমান এর ছেলে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার গান্ধিমারা বাজারে পদ্মা গড়াই বাস চেক করলে তাকে আটক করা হয়।

 থানা ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন জানায়, নিয়মিত গাড়ী চেকিং মাদক উদ্ধার যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে গান্ধিমারা বাজার সংলগ্ন হাইওয়ে থানার সামনে থেকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া গামী পদ্মা গড়াই বাস নং- পাবনা-জ-১১-০০৬৪ তল্লাসি করে পিছনে বসা ধৃত আসামীকে সন্দেহ করে তার কাছে থাকা ২টি ট্র্যাভেলস ব্যাগের ভিতর থেকে প্রতিটি ব্যাগে ১০০ পিস করে ২০০ পিস ফেনসিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

পরে তাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রাজবাড়ী জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।