রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এর আগে মন্ত্রী রাজবাড়ী শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেন।
মঙ্গলবার দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কালুখালীতে এলে তাকে ফুলেল শুভেচ্ছ জানিয়ে বরন করেন রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
পরে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম,কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী প্রস্তাবিত রাজবাড়ী সেনানীবাসের অধিগ্রহনকৃত এলাকার নশকা প্রদর্শন করেন।
এসময় রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম,কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার,সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নৌ যোগে কালুখালীর পদ্মা পারের ভাঙ্গন এলাকা পরিদর্শন করে।
[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]