Shadow

কাল নয় সৌদিতে রবিবার ঈদ

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

আমাদের বাণী ডেস্ক, ঢাকা;  সৌদি আবরে শুক্রবার ঈদের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার দেশটিতে ঈদ উদযাপন হচ্ছে না। এর আগের আমাদের বাণী ডট কমে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের বরাতে ‘সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল ঈদ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। যা সৌদির আরব নিউজ সংবাদের ভিত্তিতে ভুল প্রমাণিত হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় আদালতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশটিতে রবিবার (২৪ মে ২০২০) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে। শুক্রবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত রবিবার ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে। সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

  এবছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

দুঃখ প্রকাশ; ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের বরাতে আমাদের বাণী ডট কম’ এ প্রচারিত সৌদিতে আগামীকাল ঈদ নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমাদের বাণী ডট কম কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

আমাদের বাণী ডট কম/২২ মে ২০২০/ডিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •