কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত।শনিবার (৩০ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এ নবীণ বরণ অনুষ্ঠিত হয়।
বিভাগটির সভাপতি রোকসানা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা স্বপ্ন দেখতে চাই, কারন বিখ্যাত মনিষীরা কখনো জানত না তারা একদিন দুনিয়া জুড়ে সুনাম অর্জন করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করীম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক মোঃ আবু বকর ছিদ্দিক, জনাব মু. আবু বকর সিদ্দিক সহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]