কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে বরিশাল বিভাগ থেকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ই এপ্রিল) বিকালে কলা ভবনের ৫০১ নং কক্ষে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মো.জাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, কুমিল্লাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম সরকার, কুমিল্লায় কর্মরত বরিশালের ডা. এম কে ডালি, পিযুষ ভট্টাচার্য, নাসির উদ্দিন আহমেদ, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে (১৩তম আবর্তন) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং স্নাতকোত্তর শেষকরা ৭ম আবর্তনের শিক্ষার্থীদের মাঝে বিদায়ী সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের মাঝে বই উপহার ও অতিথিদেরকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]