কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃহত্তর দাউদকান্দিস্থ (দাউদকান্দি, তিতাস, মেঘনা) শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর দাউদকান্দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৭ এপ্রিল সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ৪০১ নাম্বার রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি মাজহারুল ইসলাম হানিফের সভাপতিত্বে এবং মাহিন আহমেদ ও সাবিকুন্নাহার দুলার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফি উল্ল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রভাষক মোঃ মহিউদ্দিন ও জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোঃ এমদাদুল হক।

অনুষ্ঠানে নবীনদের অনুভূতি প্রকাশের পাশাপাশি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

নবীন বরণ ও প্রবীণ বিদায় শেষে আগামী এক বছরের জন্য সংগঠনটির দায়িত্ব নতুন কমিটির হাতে স্থানান্তর করা হয়।দায়িত্ব প্রাপ্ত এ নতুন কমিটির সভাপতি করা হয় গনিত নবম ব্যাচের শিক্ষার্থী জুয়েল রানাকে এবং সাধারণ সম্পাদক করা হয় অর্থনীতি নবম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহীম সরকারকে।

অনুষ্ঠানে ১ বছরের জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।