কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের আয়োজনে ও কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা -এ-ডটার্স-টেল’ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রর্দশন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বঙ্গবন্ধু হলের অডিটোরিয়ামে সন্ধ্য ৬ টায় প্রামাণ্যচিত্র প্রর্দশনী উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।

প্রর্দশনী তে ‘২৫ মার্চ কালরাতের বিভীষিকা বিষয়ক প্রামাণ্যচিত্র,৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা -এ-ডটার্স-টেল’ প্রর্দশন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুদীপ্ত নাথ, উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাজিদ খানসহ হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও আবাসিক হলের শিক্ষার্থীরা। এসময় আরও উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের সভাপতি জোহায়ের তানভীর রাফী ও সাধারণ সম্পাদক তন্ময় কুমার সরকারসহ অন্যান্যরা।

বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ বলেন-‘ পাকিস্তান সরকার কিভাবে এদেশের মানুষের উপর গণহত্যা চালায় সেটি তরুণ প্রজন্ম কে জানতে হবে।সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলাদেশ গঠন করতে তার অক্লান্ত পরিশ্রম, দেশের উন্নয়নে তার অসামান্য অবদান কে ছাত্রলীগ নেতৃবৃন্দের জানা উচিত।কিভাবে হাসু আপা থেকে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠেছে তার পিছনের গল্প সবাই জানতে হবে, সে লক্ষ্য থেকে মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনার উপর প্রামাণ্যচিত্র প্রর্দশন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।