Shadow

কুমিল্লায় ২৪ ঘন্টায় ১৩৭ আক্রান্ত, মোট ১০৩ জনের মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

কুমিল্লা সংবাদদাতা; কুমিল্লা নগরী, চৌদ্দগ্রাম ও ব্রাক্ষণপাড়া উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ১০৩ জন করোনা রোগীর মৃত্যু হযেছে। এদিকে নতুন করে জেলায় আরও ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৬৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই ২০২০)  জেলার ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন শনাক্তদের মধ্যে কুমিল্লা নগরীর ১৬ জন, আদর্শ সদরের আটজন, মুরাদনগরের আটজন, মনোহরগঞ্জে আটজন, লালমাইয়ের আটজন, বরুড়ায় ১১ জন, লাকসামের ছয়জন, নাঙ্গলকোটের সাতজন, সদর দক্ষিণের চারজন, চান্দিনার চারজন, তিতাসের চারজন, হোমনার ১৫ জন, দাউদকান্দির একজন, চৌদ্দগ্রামের ২৬ জন, মেঘনার পাঁচজন, বুড়িচংয়ের তিনজন ও ব্রাক্ষণপাড়ার তিনজন রয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় ৭৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে কুমিল্লা নগরীর ৪৯, বুড়িচংয়ের ছয়জন, মনোহরগঞ্জের ১৪ জন, আদর্শ সদরের সাতজন ও মুরাদনগরে তিনজনসহ রয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত জেলা থেকে ১৯৪৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৮৬৭৩ জনের। করোনা শনাক্ত হয়েছে ৩৬৯৯ জনের। এর মধ্যে এ পর্যন্ত ১৬১৩ জন সুস্থ হয়েছেন। এছাড়া নতুন তিনজনসহ জেলায় মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৯২৬  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪  হাজার ১৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৩ হাজার ২৭৭ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৮  হাজার ৩৬২ টি যা গতদিনে ছিল ১৭ হাজার ৮৭৫ টি । ৭০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮,৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৮,০২,৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৪৩৩৪ জন, এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬৬ ৪৪২ জন। নতুন করে মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী।

  ১০ লাখ টাকার ড্রাগন ও পেয়ারা গাছ কর্তন

আমাদের বাণী ডট কম/০৩  জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •