Shadow

কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১১৪ জনের মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

কুমিল্লা  সংবাদদাতা;  কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে স্থাপিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ১১৪ জন রোগী মারা গেছেন।

আজ  সোমবার (২৯ জুন ২০২০) দুপুরে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 • কুমেক সূত্র জানায়, গতকাল রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকালের মধ্যে ওই ছয় জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুইজন, বরুড়ার দুইজন ও চান্দিনা উপজেলার দুইজন রয়েছেন।

কুমেকের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে গত ৩ মে থেকে আজ সোমবার পর্যন্ত মোট ৭১৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬৯ জন। এর মধ্যে করোনায় মারা গেছেন ২৫ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৪ জন রোগী।

 • কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, বর্তমানে কুমেকের কোভিড-১৯ হাসপাতালে ১০৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনা রোগী ৩১ জন ও উপসর্গ নিয়ে ৭৭ জন ভর্তি আছেন। এদের ৯ জন আইসিইউতে ভর্তি আছেন। আজ সোমবার নতুন করে ২৪ জন ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ ( ২৯ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৭৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪১ হাজার ৮০১। আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৭  হাজার ৮৩৭ টি যা গতদিনে ছিল ১৮ হাজার ৯৯ টি । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। তার মধ্যে ৩৬ জন পুরুষ ও ৯ জন নারী।

  সীতাকুণ্ডে ১২ লক্ষ টাকার চোরাই কাঠসহ কাভার্ড ভ্যান আটক

আমাদের বাণী ডট কম/২৯ জুন ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •