Shadow

কুমিল্লা মেডিকেলে ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

কুমিল্লা  সংবাদদাতা; গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তারা ছয়জনই পুরুষ।

আজ বুধবার (০১ জুলাই ২০২০)  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

তিনি জানান, উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে মৃতরা হচ্ছেন, চাঁদপুরের শাহরাস্তির আমিনুল হক (৭৫), কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের জহির খান (৫০), একই এলাকার আবদুল করিম (৬০), আইসিইউতে মারা যান কুমিল্লার চৌদ্দগ্রামের মফিজুর রহমান (৮০), চাঁদপুর শাহরাস্তির আবদুল করিম (৬৫) ও কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের মফিজুল ইসলাম (৬৫)।

এদিকে এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপাতালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৩ জন। এদের মধ্যে পজিটিভ ২৬ জন ও উপসর্গে মারা গেছেন ১২৭ জন।

বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছে ১০৫ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৩৪ জন ও করোনার উপসর্গ নিয়ে ৭১ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০১ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৭৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ২৫৮ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৭  হাজার ৮৭৫ টি যা গতদিনে ছিল ১৮ হাজার ৪২৬ টি ।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন। সুস্থতার হার ৪১.৬১% এবং মৃত্যুর হার ১.২৬ শতাংশ। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ ১২ জন, ৬১-৭০ ১১ জন, ৭১-৮০ সাতজন, ৮১-৯০ একজন এবং ১০০ বছরের একজন।

  ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত

আমাদের বাণী ডট কম/০১ জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •