কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খানের নেতৃত্বে সদ্য উপজেলা নির্বাচনে কুষ্টিয়া জেলার ৬ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেছেন।
খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, কু্ষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান খান আতাউর রহমান আতা, কুমারখালী উপজেলার দ্বিতীয় বারের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান, দৌলতপুর উপজেলার চেয়ারম্যান এডভোকেট এজাজ আহমেদ (মামুন) ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু ও মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন সহ ৬ উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার নব উপজেলা চেয়ারম্যানগণ টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবরের পাশে কিছু সময় অবস্থান করেন এবং ফাতেহা পাঠ করে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া পাঠ করেনন।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা