Shadow

কুষ্টিয়ায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার দৌলতপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় সাজিম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

 • গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই ২০২০) সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর-তারাগুনিয়া থানামোড় সড়কের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শালিমপুর গ্রামের রানা বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু সাজিম রাস্তার পার হয়ে তার বাবার কাছে যাওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

 • দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি( তদন্ত) নিশিকান্ত  জানান, ইজিবাইকের ধাক্কায় সাজিম নামে এক শিশু মারা গেছে। ঘটনা তদন্তে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
  ঢাকা আনা হলো ইউএনও ওয়াহিদার বাবাকে

আমাদের বাণী ডট কম/০২  জুলাই  ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •