কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনের ধাক্কায় আকাশী খাতুন (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। নিহত আকাশী খাতুন উপজেলার পোড়াদহ ইউনিয়নের কালিনাথপুর গ্রামের আমীর হোসেনের মেয়ে। সে কুষ্টিয়া সরকারী কলেজের অনার্সের ছাত্রী ছিলেন।

শনিবার (১৬ মার্চ) দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে আকাশী খাতুন পোড়াদহ স্টেশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকা গামী চিত্রা এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় পোড়াদহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলেমান হোসেন মোল্লা নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।