কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ভাষা শেখ(৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে পোড়াদহ ইউনিয়ন পরিষদের সামনে এঘটনা ঘটে। নিহত ভাষা শেখ পোড়াদহ এলাকার আব্দুল গণি শেখের ছেলে। সে পোড়াদহ বাজারে একটি চায়ের দোকানী।
স্থানীযরা জানান,আজ রাত সাড়ে ৮টার দিকে ভাষা ও তার ভাতিজা বাদশা(২৬) কথাকাটাকাটির এক পর্যায়ে বাদশা ভাষাকে
ছুরিকাঘাত করে পালিয়ে যাই। পরে এলাকাবাসী ভাষাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মিরপুর থানার (ওসি) আবুল কালাম জানান,) পারিবারিক কলহের জের ধরে এঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত বাদশা পলাতক রয়েছে। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]