কুষ্টিয়ার বিভিন্ন স্থানে আজ সকালে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। কুষ্টিয়া শহরের তুলনায় বিভিন্ন গ্রামে টানা পাঁচ মিনিটের শিলাবৃষ্টিতে রাস্তা, ফসলের মাঠসহ আম বাগানে শিলার স্তূপ জমে যায়। হঠাৎ এ শিলাবৃষ্টিতে আমচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

কুষ্টিয়াতে মঙ্গলবার মধ্যরাত থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়। সকালেও কালো মেঘে ঢাকা ছিল পুরো আকাশ। এরই মধ্যে হঠাৎ শিলাবৃষ্টি যেন আমচাষিদের জন্য কাল হয়ে এলো। শিলাবৃষ্টিতে আমের গুটি নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন আমচাষিরা।

বালিয়াপাড়া গ্রামের আমচাষী শামীম রেজা জানান, হঠাৎ শিলা বৃষ্টিতে আমের গুটি বেশির ভাগ ঝরে পড়েছে। এ বছর গাছে শুরু থেকে ভালো মুকুল এসেছিল। বাগান থেকে ভালো আম আশা করছিলাম।

আলামপুর গ্রামের বাগান মালিক মফিজ উদ্দিন, গত বছরের চেয়ে এ বছর বাগানে আমের মুকুল ভালো ছিল। মাঝে কুয়াশায় আমের মৌলের কিছুটা ক্ষতি হলেও আজ শিলাবৃষ্টির কারণে গাছ থেকে গুটি ঝরে পড়েছে। এবছর বাগান থেকে অনৈক টাকা লাভের আশা করছিলাম। এখন লোকশান গুনতে হবে। তবে লিচুর তেমন কোনো ক্ষতি হবে না। লিচুর ফুল এসেছে মাত্র।

এদিকে রাজবাড়ী, মেহেরপুরসহ বিভিন্ন জেলাতেও শিলাবৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ শিলাবৃষ্টি হয়। সকাল থেকেই জেলা শহরে গুমট আবহাওয়া বিরাজ করছে। পুরো আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে রোদ আবার তার মাঝেই বৃষ্টি।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।