কুষ্টিয়ার মিরপুরে ট্রাক- ভ্যানের সংঘর্ষে কারিবুল (৪০) ও  মুন্নাফ(৪৪) নামক দুই জন নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার সময় কুষ্টিয়া- মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 
নিহদের বাড়ি মিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড নওপাড়ার দুল্লাহ মল্লিকের পুত্র ২সন্তানের জনক কারিবুল (৪০) এবং পৌরসভার ৯ নং ওয়ার্ড খন্দকবাড়িয়া মহল্লার লাল মহাম্মদ’র পুত্র ৩ সন্তানের জনক মুন্নাফ(৪৪)।
জানা যায়, কুষ্টিয়া- মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলায়  খড়িবোঝাই ট্রাক ও মৎস্য শিকারিদের ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সংবাদ পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পৌছেছেন। ঘাতক ট্রাকের নাম্বার খুলনা-ট-৬৩৪। ভাইভার হেলফার পলাতক রয়েছে। 

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।