Shadow

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় আরও ২৬ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৭৮  জনে। মারা গেছেন ১১ জন। এবং সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ২৮৩ জন। একই সময়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৬৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৩১ জন।

আজ  বৃহস্পতিবার (০২  জুলাই ২০২০) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, আজ মোট ৩৬৭ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৩৮, চুয়াডাঙ্গা ৪৭, ঝিনাইদহ ৫১, মেহেরপুর ১৯, নড়াইল ১১০, গোপালগঞ্জ ১, যশোর ১) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৯ জন, কুমারখালী উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলার ৩ জন, খোকসা উপজেলায় ২ জন ও মিরপুর উপজেলায় ১ মোট ২৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

নড়াইল জেলায় ৩০ জন, চুয়াডাঙ্গা জেলায় ৮ জন, মেহেরপুর জেলায় ৭ জন, ঝিনাইদহ জেলায় ১২ জন ও গোপালগঞ্জ জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, আজ নতুন ২৬ জনের মধ্যে জেলার  সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা পেয়ারাতলা ২ জন, হাউজিং ডি ব্লক ১ জন, উত্তর আমলাপাড়া ১ জন, হরিপুর ১ জন, পূর্ব মজমপুর ১ জন, আমলাপাড়া ১ জন, আলাউদ্দিন নগর ১ জন, বানিয়াপাড়া ১ জন, কুমারগাড়া ১ জন, পান্টি ১ জন, মজমপুর ১ জন, র‍্যাবগলি ১ জন, ঈদগা পাড়া ১ জন, বড়িয়া ১ জন, থানাপাড়া ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন, কালিশংকরপুর ২ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা অঞ্জনগাছি।  দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন, মালিপাড়া ১ জন, আল্লারদরগা ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা সালঘরমাধুয়া। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

  রাজাপুরে করনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৯২৬  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪  হাজার ১৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৩ হাজার ২৭৭ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৮  হাজার ৩৬২ টি যা গতদিনে ছিল ১৭ হাজার ৮৭৫ টি । ৭০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮,৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৮,০২,৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৪৩৩৪ জন, এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬৬ ৪৪২ জন। নতুন করে মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী।

আমাদের বাণী ডট কম/০২  জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •