হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৩৬ জনে। মারা গেছেন ৬ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন মোট ১৪৬  জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৬১ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২৩ জন।

আজ  শুক্রবার (২৫  জুন ২০২০) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্যমতে, আজ   আজ মোট ২৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৭২  টি নমুনা ছিল। জেলায় আজ নতুন করে ৩৯ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এছাড়া ৭ জনের রিপোর্ট ফলোআপ পজেটিভ হয়েছে।

সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম,  নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৮ জন, সদর উপজেলায় ২৩ জন, কুমারখালীতে ৫ জন, মিরপুরে ৩ জন। ৩৯ জনের মধ্যে জেলার সদর উপজেলায় আক্রান্ত ২৩ জনের ঠিকানা উকিলপাড়া১, হাসপাতাল কোয়ারটার১, ঝাউতলা১,জেনারেল হাসপাতাল ১, মঙ্গলবাড়িয়া১, বেলঘরিয়া১, আদর্শপাড়া ১,আড়ুয়াপাড়া মসজিদবাড়ি লেন২,আড়ুয়াপাড়া১, ফুলতলা২, উত্তর আমলাপাড়া ২, কালিশঙ্করপুর৩, হাউজিং১,পুলিশ লাইন১, হরিনারায়নপুর৪জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা জগন্নাথপুর২, শিলাইদহ১,পুটিয়া১, গরুরিয়া১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানা বালুডাঙ্গা১, মহিশকুন্ডি২, সোনাইকুন্ডি ১, ওয়ালটন প্লাজা১,পাকুরিয়া৩ জন। মিরপুরে আক্রান্ত ৩ জনের ঠিকানা সোনালী ব্যাংক পোড়াদহ ১, উত্তর কাটদহ১, বাড়ুইপাড়া১ জন।

 মোট ৫৩৬  জনের মধ্যে জেলার দৌলতপুর উপজেলায় ৭২, ভেড়ামারা উপজেলায়  ৭০, মিরপুর উপজেলায়  ৪১, সদর ২৬১, কুমারখালী উপজেলায়  ৭১, খোকসা উপজেলায় ২১ জন। এর মধ্যে পুরুষ রোগী ৪০২, নারী ১৩৪।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৬ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৬৬১  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ ।ত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১৬৩৮ জন, এনিয়ে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।

আমাদের বাণী ডট কম/২৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।