Shadow

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ২২ জনের করোনা শনাক্ত, মোট ৫৯৯

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৯৯ জনে। মারা গেছেন ৭ জন।

আজ সোমবার (২৯ জুন ২০২০) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ মোট ২৮২ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৪৪, মেহেরপুর ২৫, ঝিনাইদহ ৬৭, চুয়াডাঙ্গা ২৩, নড়াইল ২২) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১৭ জন, কুমারখালী উপজেলায় ১ জন, মিরপুর উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলায় ২ জন ও খোকসা উপজেলায় ১ জন মোট ২২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

ঝিনাইদহ জেলায় ১০ জন, চুয়াডাঙ্গা জেলায় ৩ জন ও মেহেরপুর জেলায় ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বিভিন্ন জেলায় মোট ৯ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

সিভিল সার্জন জানান, জেলার সদর উপজেলায় আক্রান্ত ১৭ কেজিএইচ ২ জন, বৈদ্যনাথপুর ১ জন, কোর্টপাড়া ১ জন, পুর্ব মজমপুর ২ জন, হরিশংকরপুর ১ জন, বড়বাজার ১ জন, হরিপুর ১ জন, আড়ুয়াপাড়া ৩ জন, কুমারগাড়া ১ জন, ফায়ার সার্ভিসের ১ জন ও যুগিয়া স্কুলপাড়া ৩ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা জয়নাবাদ (চাপড়া)। মিরপুর উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা সুলতানপুর। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা তারাগুনিয়া ও দুখীপুর। খোকসা উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা একতারপুর, জানিপুর।

এদিকে খোকসা উপজেলায় নতুন করে  তুহিন নামে এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তিনি উপজেলার জানিপুর ইউনিয়নের  একতারপুর গ্রামের বাসিন্দা। এনিয়ে উপজেলাটিতে ২২ জন করোনা রোগী পাওয়া গেল তবে এর মধ্যে ১৩ জন ইতিমধ্যে সুস্থ্য হয়ে হাসপাতালের ছাড় পত্র পেয়েছে। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান, খোকসায় করোনায় আক্রান্ত  ডাক্তার সহ সকল রোগী সুস্থ আছেন এবং তারা অনতিবিলম্বে সুস্থ হয়ে ফিরবেন।

  ঝিনাইদহে বিএনপি থেকে আ'লীগে যোগদান নিয়ে সংঘর্ষ যুবক নিহত

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ ( ২৯ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৭৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪১ হাজার ৮০১। আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৭  হাজার ৮৩৭ টি যা গতদিনে ছিল ১৮ হাজার ৯৯ টি । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। তার মধ্যে ৩৬ জন পুরুষ ও ৯ জন নারী।

আমাদের বাণী ডট কম/২৯ জুন ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন


শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •