Shadow

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ২৬ জনের করোনা শনাক্ত, মোট ৬২৫

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ২৬  জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬২৫ জনে। মারা গেছেন ৭ জন।

আজ মঙ্গলবার (৩০  জুন ২০২০) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, আজ মোট ৩৭৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৭৬, চুয়াডাঙ্গা ৪৬, ঝিনাইদহ ৭৩, মেহেরপুর ৩১, নড়াইল ৪৭, নাটোর ১) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৭ জন, কুমারখালী উপজেলায় ১ জন, ভেড়ামারা উপজেলার ৭ জন ও মিরপুর উপজেলায় ১ মোট ২৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। নড়াইল জেলায় ১৯ জন, চুয়াডাঙ্গা জেলায় ৭ জন, মেহেরপুর জেলায় ২ জন, ঝিনাইদহ জেলায় ১৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ৩ জন, মেহেরপুর জেলার ১ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনের মোট ৫ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

সিভিল সার্জন জানান, জেলার সদর উপজেলায় আক্রান্ত ১৭ জনের ঠিকানা জিয়ারকি ১ জন, চৌড়হাস ৬ জন, সি ব্লক হাউজিং ১ জন, কুমারগাড়া ১ জন, মিনাপাড়া ১ জন, হরিপুর ২ জন, ডি ব্লক হাউজিং ১ জন, থানাপাড়া ১ জন, গোসালা রোড ১ জন, হসপিটাল কোয়ার্টার ১ জন, কোর্টপাড়া ১ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা মিরপুর ১ জন,ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা ভেড়ামারা ১ জন, নওদাপাড়া ২ জন, কলাজপাড়া ১ জন, গোলাপনগর ২ জন, চর দামুড়দিয়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

  মেয়ের বয়সী কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ওসি

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩০ জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৮৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ৬৮৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮২ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৮  হাজার ৪২৬ টি যা গতদিনে ছিল ১৭ হাজার ৮৩৭ টি  । এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৬৪০ জনে।

আমাদের বাণী ডট কম/৩০জুন ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •