আগামী ৪ মে ২০১৯ ইং তারিখে কুষ্টিয়া জেলা পুলিশ আয়োজিত জঙ্গীবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুমারখালী থানা পুলিশের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুমারখালী থানা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এসময় এমপি জর্জ বলেন, বঙ্গবন্ধু’র মাটিতে কোন জঙ্গীবাদ,সন্ত্রাস ও মাদকের ঠাই নেই।যেকোনভাবে এদের কে প্রতিহত করতে হবে। এছাড়াও জেলা পুলিশ আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমারখালী পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুন।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালী থানার তদন্ত ওসি শুভ্র প্রকাশ দাস, চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) গোলজার হোসেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সদস্য ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল আলম, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মফিজ উদ্দিন, কুমারখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, সদকী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ,চাপড়া ইউপি চেয়ারম্যান মনির হাসান রিন্টুু, মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্,বিভিন্ন ক্যাম্পের ইনচার্জ বৃন্দ, আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রমুখ।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]