ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ পেঁয়াজ রফতানি বন্ধে ভারতের ঘোষণার পর পরই ঢাকার খুচরা বাজারে একদিনে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে গেছে। আবার অনেক দোকানেই পেঁয়াজ কিনতে এসে শূন্য হাতে ফিরে যেতে দেখা গেছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বিক্রেতারা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই প্রচুর ক্রেতা দোকানে ভিড় করেছেন পেঁয়াজ কেনার জন্য। তবে বেশ কিছু দোকানেই পেঁয়াজ না পেয়ে শূন্য হাতেই ফিরতে হয়েছে ক্রেতাদের।
এ ব্যাপারে মিরপুর শেওড়াপাড়ার তাজ জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদ বলেন, বিকেল থেকে পেঁয়াজের ক্রেতা না থাকলেও সন্ধ্যার পর পেঁয়াজের বিক্রি বেড়ে গেছে। ৬৫ থেকে ৭০ টাকা দরে এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
মিরপুরের আরেক পেঁয়াজ বিক্রেতা আব্দুল খালেক বলেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় আমরাও দাম বাড়িয়েছি।
অপরদিকে, খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদের দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে দাম কমে গেলে তারাও পেঁয়াজের দাম কমিয়ে দেবেন। তবে এই মুহূর্তে দাম কমার কোনো সম্ভাবনা নেই।
আমাদের বাণী ডট কম/১৫সেপ্টেম্বর ২০২০/পিপিএম