ক্রিকেট প্রিমিয়ার লীগ

এক বিবৃতিতে ক্লাবের জন্য চেষ্টা করা ও অবদান রাখায় পটারকে ধন্যবাদ দিয়েছে লন্ডনের ক্লাব। সেই সঙ্গে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে। তবে ক্লাবের পারফরম্যান্স-এ সবার অসন্তোষের কথাও বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ব্রুনো সালতরের নাম জানিয়েছে চেলসি।

১ কোটি ৬০ লাখ পাউন্ড (২০০ কোটি টাকা) গচ্ছা দিয়ে গ্রাহাম পটারকে কোচ করে এনেছিল চেলসি। ব্রাইটনের সঙ্গে চুক্তিবদ্ধ কোচকে টাকা দিয়ে এনেই ক্ষান্ত হয়নি চেলসির নতুন মালিক। দল বদলেও কাড়ি কাড়ি অর্থ ব্যয় করে অতীতের সব রেকর্ড ভেঙেছেন।

কিন্তু কিছুতেই কিছু এসে যায়নি। লিগ পারফরম্যান্সে কোনো উন্নতি নেই। শনিবার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ২-০ ব্যবধানে হারে চেলসি। যা পটারের অধীনে ৩১ ম্যাচে ১১তম হার। প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকাতেও ১১ নম্বরে নেমে যায় চেলসি। এর এক দিন পরই পটারকে ছাঁটাইয়ের কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ক্লাবের জন্য চেষ্টা করা ও অবদান রাখায় পটারকে ধন্যবাদ দিয়েছে লন্ডনের ক্লাব। সেই সঙ্গে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে। তবে ক্লাবের পারফরম্যান্স-এ সবার অসন্তোষের কথাও বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ব্রুনো সালতরের নাম জানিয়েছে চেলসি। ক্রিকেট প্রিমিয়ার লীগ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।