টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ১০ সর্বোচ্চ দলীয় স্কোর: সর্বশেষ তথ্য

টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ১০ সর্বোচ্চ দলীয় স্কোর: সর্বশেষ তথ্য

বিশ্বব্যপী ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতেই শুধু ভালোবাসেন না, ক্রিকেটের বিভিন্ন পরিসংখ্যানও গুরুত্বের সাথে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করেন। অনেকেই ক্রিকেটাঙ্গণের অতিসাম্প্রতিক রেকর্ডের তালিকাগুলোতে নিয়মিত চোখ রাখেন। তেমনই কিছু বহুল আলোচিত তালিকার অন্যতম একটি হলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহী দলগত ইনিংসের রেকর্ড। 

যেকোনো রেকর্ডই যেহেতু ভাঙ্গা-গড়ার খেলা, সংখ্যার পরিবর্তন তাই একটি নিয়মিত প্রক্রিয়া। এই প্রেক্ষাপটে, ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে বর্তমানে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ৪ বছর জুড়ে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোরের তালিকার শীর্ষস্থান ধরে রাখলেও রেকর্ড গড়ার ৬ মাসের মাথায় আগস্ট, ২০১৯ থেকেই তাদেরকে এই শ্রেষ্ঠত্বের সিংহাসন ভাগাভাগি করে নিতে হয়েছে ক্রিকেট বিশ্বে তুলনামূলক স্বল্পপরিচিত চেক প্রজাতন্ত্রের সাথে।  

অবাক করার মতো বিষয় হচ্ছে, এই তালিকায় গতানুগতিক বিখ্যাত তথা বড় দলগুলোকে একাধিকবার পেছনে ফেলা চেক প্রজাতন্ত্র ছাড়াও উঠে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে অপ্রচলিত আরেকটি দেশের নাম। 

এক নজরে চলুন দেখে নেয়া যাক টি-টোয়েন্টি ইতিহাসে রেকর্ড গড়া ১০ টি সর্বোচ্চ রানের দলীয় ইনিংসের তালিকা। এছাড়াও থাকছে, প্রতিটি রেকর্ডের বিস্তারিত পর্যালোচনা এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিসংখ্যান। 

১০ সর্বোচ্চ দলগত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংস: 

ক্রম.দল স্কোরইনিংসবনামতারিখ
১ আফগানিস্তান২৭৮/৩১মআয়ারল্যান্ড২৩ ফেব্রুয়ারি, ২০১৯
চেক প্রজাতন্ত্র২৭৮/৪১ম তুরস্ক ৩০ আগস্ট, ২০১৯
৩ অস্ট্রেলিয়া২৬৩/৩১মশ্রীলংকা৬ সেপ্টেম্বর, ২০১৬
৪ শ্রীলংকা২৬০/৬১মকেনিয়া১৪ সেপ্টেম্বর, ২০০৭
ভারত ২৬০/৫১ম শ্রীলংকা ২২ ডিসেম্বর, ২০১৭
চেক প্রজাতন্ত্র ২৫৮/২১ম বুলগেরিয়া১২ মে, ২০২২
ডেনমার্ক ২৫৬/৫১মজিব্রাল্টার২৯ জুন, ২০২২
নিউজিল্যান্ড২৫৪/৫১মস্কটল্যান্ড২৯ জুলাই, ২০২২
স্কটল্যান্ড২৫২/৩১মনেদারল্যান্ডস১৬ সেপ্টেম্বর, ২০১৯
১০অস্ট্রেলিয়া ২৪৮/৬১মইংল্যান্ড২৯ আগস্ট, ২০১৩

উপরোক্ত তালিকায় দেখা যাচ্ছে যে ২০১৯ থেকে আফগানিস্তান এবং চেক প্রজাতন্ত্র যৌথভাবে শীর্ষস্থান দখল করে আছে এবং ক্রিকেটে এখনো খুব বেশি খ্যাতি না পাওয়া ডেনমার্ক রেকর্ড তৈরির দৌড়ে সেরা দশে জায়গা করে নিয়েছে। নিঃসন্দেহে বলা যায়, সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটের ব্যপ্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 

রেকর্ডের তালিকায় আরেকটি বিষয় খুবই স্পষ্ট – শীর্ষ ১০ দলগত স্কোরের সবগুলোই প্রথম ইনিংস। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রথমে ব্যাট করার কৌশলগত কোনো সুবিধা রয়েছে কিনা, তা নিয়ে বরাবরই বোদ্ধাদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। 

টি-টোয়েন্টির সর্বোচ্চ দলীয় স্কোরসমূহের পর্যালোচনা ও বিশ্লেষণ: 

এবার, পাহাড়সম দলীয় রানের এই রেকর্ডগুলো আলাদাভাবে বিস্তারিত আলোচনা করা যাক। 

১. আফগানিস্তান – ২৭৮/৩ (বনাম আয়ারল্যান্ড): 

টেবিলের শীর্ষে থাকা আফগানিস্তান টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ২৭৮ রানের টোটাল সংগ্রহ করতে হারায় মাত্র ৩ উইকেট। ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে এই অনন্য রেকর্ড গড়ে আফগানিস্তান।  

সর্বোচ্চ রানসংগ্রাহক: 

ব্যাটসম্যানরানবলস্ট্রাইক রেটচারছক্কা
হযরতউল্লাহ যাযাই১৬২*৬২২৬১.১৯১১১৬
উসমান গানি৭৩৪৮ ১৫২.০৮
মোহাম্মদ নবী১৭ ৩৪০.০০

আফগানিস্তান স্কোরবোর্ড ও ইনিংস পরিসংখ্যান: 

স্কোর ওভার রান রেটচারছক্কাএক্সট্রা
২৭৮/৩২০১৩.৯০ ১৯২২১৮

২. চেক প্রজাতন্ত্র ২৭৮/৪ (বনাম তুরস্ক): 

তুরস্কের বিপক্ষে করা চেক প্রজাতন্ত্রের ২৭৮ রানের ইনিংসটি রেকর্ডের তালিকায় আফগানিস্তানের সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। ২০১৯ সনের ৩০শে আগস্ট কন্টিনেন্টাল কাপের ৬ষ্ঠ ম্যাচে চেক প্রজাতন্ত্র এই বিশাল স্কোরের অবিস্মরণীয় রেকর্ড গড়ে। খেলাটি অনুষ্ঠিত হয়েছিলো রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই স্টেডিয়ামে। 

সর্বোচ্চ রানসংগ্রাহক: 

ব্যাটসম্যানরান বলস্ট্রাইক রেটচারছক্কা
সুদেশ বিক্রমাসেকারা১০৪*৩৬২৮৮.৮৮ ১০
সুমিত পোখরিয়াল৭৯৫২১৫১.৯২১২
হানি গরি৩২২১১৫২.৩৮

চেক প্রজাতন্ত্র স্কোরবোর্ড ও ইনিংস পরিসংখ্যান:

স্কোর ওভার রান রেটচারছক্কাএক্সট্রা
২৭৮/৪২০১৩.৯০২৯১৪৩৯

৩. অস্ট্রেলিয়া – ২৬৩/৩ (বনাম শ্রীলংকা): 

ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া আছে তালিকার দ্বিতীয় স্থানে। পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটের বিনিময়ে ২৬৩ রানের সংগ্রহ তৈরি করে অজিরা। ম্যাচের তারিখ ছিলো ৬ সেপ্টেম্বর, ২০১৬। 

সর্বোচ্চ রানসংগ্রাহক: 

ব্যাটসম্যানরান বল স্ট্রাইক রেট চার ছক্কা
গ্লেন ম্যাক্সওয়েল১৪৫*৬৫২২৩.০৭১৪
ট্রেভিস হেড৪৫১৮  ২৫০.০০
উসমান খাজা৩৬২২১৬৩.৬৩

অস্ট্রেলিয়া স্কোরবোর্ড ও ইনিংস পরিসংখ্যান: 

স্কোরওভাররান রেটচারছক্কাএক্সট্রা
২৬৩/৩২০১৩.১৫২৫১৪

৪. শ্রীলংকা – ২৬০/৬ (বনাম কেনিয়া): 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বপ্রথম আসরে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে কেনিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের খেলায় শ্রীলংকা তৃতীয় সর্বোচ্চ দলগত টোটালের এই রেকর্ড করে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর। 

সর্বোচ্চ রানসংগ্রাহক: 

ব্যাটসম্যানরানবলস্ট্রাইক রেটচারছক্কা
সনাথ জয়সুরিয়া৮৮৪৪২০০.০০১১
মাহেলা জয়বর্ধনে৬৫২৭২৪০.৭৪৯ 
জিহান মুবারক ৪৬*১৩৩৫৩.৮৪৩ 

শ্রীলংকা স্কোরবোর্ড ও ইনিংস পরিসংখ্যান: 

স্কোর ওভাররান রেট চারছক্কা এক্সট্রা 
২৬০/৬২০১৩.০০৩০ ১১১২

৫. ভারত – ২৬০/৫ (বনাম শ্রীলংকা): 

তালিকার তিন নাম্বারে শ্রীলংকার সাথে যৌথভাবে অবস্থান করছে ক্রিকেটের পাওয়ার হাউজ ভারত। ৫ উইকেটে ২৬০ রানের ঝড়ো ইনিংসটি মেন ইন ব্লু খেলেছিলো শ্রীলংকারই বিপক্ষে, ২০১৭ সালের ২২ ডিসেম্বর ভারতের ইন্দোরে হলকার ক্রিকেট স্টেডিয়ামে। 

সর্বোচ্চ রানসংগ্রাহক: 

ব্যাটসম্যানরান বল স্ট্রাইক রেটচার ছক্কা 
রোহিত শর্মা ১১৮ ৪৩ ২৭৪.৪১ ১২ ১০ 
কে এল রাহুল ৮৯ ৪৯ ১৮১.৬৩ ৫  
মাহেন্দ্র সিং ধোনি ২৮ ২১ ১৩৩.৩৩ ২    ২ 

ভারত স্কোরবোর্ড ও ইনিংস পরিসংখ্যান: 

স্কোর ওভার রান রেট চার ছক্কা   এক্সট্রা 
২৬০/৫ ২০ ১৩ ২১২১   ৯

৬. চেক প্রজাতন্ত্র – ২৫৮/২ (বনাম বুলগেরিয়া): 

আরো একবার সেরা দশের এই তালিকায় নাম এসেছে চেক প্রজাতন্ত্রের। ভ্যালেটা কাপের অষ্টম ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে চেক প্রজাতন্ত্রের করা ২৫৮ রানের ইনিংসটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। এই ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০২২ সালের ১২ই মে মাল্টার মারসা ক্রিকেট ক্লাব মাঠে। 

সর্বোচ্চ রানসংগ্রাহক: 

ব্যাটসম্যান রান বল স্ট্রাইক রেট চার ছক্কা 
সাবাউন দাভিজি ১১৫*৫৯ ১৯৪.৯১ ৭ ৮ 
ডিলান স্টেইন ১০৬ ৫৫ ১৭৯২.৭২ ১৭ 
সুদেশ বিক্রমাসেকারা ২০ ০৫৪০০.০০২ 

চেক প্রজাতন্ত্র স্কোরবোর্ড ও ইনিংস পরিসংখ্যান: 

স্কোর ওভার রান রেটচার ছক্কা এক্সট্রা 
২৫৮/২ ২০ ১২.৯০ ২৬ ১২ ১৭

৭. ডেনমার্ক – ২৫৬/৫ (বনাম জিব্রাল্টার): 

ডেনমার্ক ক্রিকেট টিম এই তালিকায় উঠে এসেছে তাদের ২৫৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে। টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ৫ম সর্বোচ্চ দলগত স্কোরের এই রেকর্ডটি তারা গড়েছে জিব্রাল্টারের বিপক্ষে ২০২২ সালের ২৯শে জুন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের এই ম্যাচটির ভেন্যু ছিলো ওয়াটারলুর রয়েল ব্রাসেলস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড। 

সর্বোচ্চ রানসংগ্রাহক: 

ব্যাটসম্যানরান বল স্ট্রাইক রেটচার ছক্কা 
নিকোলাজ ল্যাগসগার্দ৯১ ৪২ ২১৬.৬৬
সাইফ আহমদ ৫৫ ৪১ ১৩৪.১৪৭ ১ 
সারান আসলাম ৪৭ ১৬ ২৯৩.৭৫ ৪ 

ডেনমার্ক স্কোরবোর্ড ও ইনিংস পরিসংখ্যান: 

স্কোর ওভার রান রেট চার ছক্কা এক্সট্রা 
২৫৬/৫ ২০ ১২.৮০ ১৯ ১৭ ১৯ 

৮. নিউজিল্যান্ড – ২৫৪/৫ (বনাম স্কটল্যান্ড): 

দলগত সর্বোচ্চ রানের রেকর্ডের তালিকায় নাম আছে কিউইদেরও। নিউজিল্যান্ডের করা ২৫৪ রানের ইনিংসটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা ৮ ইনিংসের একটি। ২০২২ সালের ২৯শে জুলাই এডিনবার্গের গ্র্যাঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে খেলা এই ম্যাচে কিউইদের প্রতিপক্ষ ছিলো স্বাগতিক স্কটল্যান্ড। 

সর্বোচ্চ রানসংগ্রাহক: 

ব্যাটসম্যান রান বল স্ট্রাইক রেট চার ছক্কা 
মার্ক চ্যাপম্যান ৮৩ ৪৪ ১৮৮.৬৩ ৫ ৭ 
মাইকেল ব্রেসওয়েল৬১* ২৫ ২৪৪.০০৮ ৩ 
জেমস নিশাম ২৮ ১২ ২৩৩.৩৩ ১ 

নিউজিল্যান্ড স্কোরবোর্ড ও ইনিংস পরিসংখ্যান: 

স্কোর ওভার রান রেট চার ছক্কা এক্সট্রা 
২৫৪/৫২০১২.৭০ ১৮ ১৮ ১৭

৯. স্কটল্যান্ড ২৫২/৩ (বনাম নেদারল্যান্ডস): 

সেরা দশে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ডও। ২০১৯ সালে ডাবলিনে ট্রাই-নেশন টি-টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডসের সাথে খেলায় করা ২৫২ রানের দলগত সংগ্রহ স্কটিশদের এই রেকর্ড এনে দেয়। 

সর্বোচ্চ রানসংগ্রাহক: 

ব্যাটসম্যান রান বল স্ট্রাইক রেটচার ছক্কা 
জর্জ মানজি১২৭*৫৬২২৬.৭৮১৪
কাইল কটজার৮৯ ৫০১৭৮.০০১১ 
রিচি বেরিংটন২২১৬ ১৩৭.৫০

স্কটল্যান্ড স্কোরবোর্ড ও ইনিংস পরিসংখ্যান: 

স্কোর ওভার রান রেট চার ছক্কা এক্সট্রা 
২৫২/৩২০ ১২.৬০১৭২০১৪

১০. অস্ট্রেলিয়া ২৪৮/৬ (বনাম ইংল্যান্ড): 

সর্বোচ্চ রানের রেকর্ডের এই তালিকায় নিজেদের সাফল্যের পুনরাবৃত্তি করে শ্রেষ্ঠ দশের সর্বশেষ আসনটি দখল করে আছে অস্ট্রেলিয়া। ২০১৩ সালের ২৯শে আগস্ট সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের বিনিময়ে ২৪৮ রান করে অজিরা নিজেদের নামের পাশে আরও একটি রেকর্ড যোগ করে নেয়। 

সর্বোচ্চ রানসংগ্রাহক: 

ব্যাটসম্যানরান বল স্ট্রাইক রেটচার ছক্কা
অ্যারন ফিঞ্চ ১৫৬৬৩২৪৭.৬১১১ ১৪
শেন ওয়াটসন ৩৭ ১৬ ২৩১.২৫ ৪ ২ 
শন মার্শ ২৮ ২১ ১৩৩.৩৩ ২ ১ 

অস্ট্রেলিয়া স্কোরবোর্ড ও ইনিংস পরিসংখ্যান: 

স্কোর ওভার রান রেট চার ছক্কা এক্সট্রা 
২৪৮/৬২০১২.৪০ ১৯ ১৮

সমাপনী বক্তব্য: 

ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাট সূচনালগ্ন থেকেই তীব্র প্রতিযোগিতাপূর্ণ হিসেবে প্রকাশ পেয়ে এসেছে। সেকারণে এই ফরম্যাটে রেকর্ড তৈরিকারী ইনিংসগুলোর মধ্যে রানের খুব বেশি ব্যবধান নেই। 

এই পোস্টে আলোচিত সেরা ১০টি দলগত রানের রেকর্ডের খুব কাছাকাছি অন্যান্য বেশ কিছু উল্লেখযোগ্য রেকর্ড রয়েছে। এছাড়াও, এই তালিকাতেই একই র‍্যাংকিং-এ দুটো ভিন্ন স্কোরের মধ্যে টাই হয়েছে (একাধিকবার)। সময়ের ধারাবাহিকতায় বর্তমান রেকর্ডগুলোর অবস্থানের পরিবর্তন হবে, নতুন নতুন আরও রেকর্ড যোগ হওয়ার পরিপ্রেক্ষিতে। 

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ রানের রেকর্ডের তালিকায় বর্তমানে শীর্ষে থাকা আফগানিস্তানের রেকর্ডটি কে ভাঙ্গবে বলে আপনি মনে করেন? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন।