শিক্ষকরা পান, সিগারেট, তামাক, গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ( মাউশি)।

বুধবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে মাউশি। এখানে বলা হয়, সারাদেশে মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকরা সিগারেট, বিড়ি, জর্দা, গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি’র পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, এক শ্রেণির শিক্ষক সিগারেট, বিড়ি, জর্দা, গুল খেয়ে ক্লাসে যান। এতে শিশু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বিরিক্তি তৈরি হয় এবং মনোসংযোগের বিঘ্ন ঘটে। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।