গ্রামের নারীকে স্বাবলম্বী করে তুলতে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর সহযোগিতায় কুষ্টিয়ার খোকসা উপজেলার তিনদিনের গাভী পালন কর্মসূচি প্রশিক্ষণ  বুধবার উপজেলা চেয়ারম্যান এর বাসভবন পি ডি বি এফ এর কার্যালয় অনুষ্ঠিত হয়।

পল্লী দারিদ্র ফাউন্ডেশন পিডিবিএফ এর খোকসা অফিস প্রধান বাবু বৈকন্ঠ কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র ফাউন্ডেশন এর কুষ্টিয়া জেলা উপ-পরিচালক মোঃ হেলাল উদ্দিন, খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া জেরিন। তিন দিনের প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোপেশ চন্দ্র সাহা।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার বলেন, বাল্য বিবাহ দিলে সরকারের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। গ্রামের প্রান্তিক নারীদের ক্ষমতায়ন নিশ্চিত কল্পে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে উপজেলা দারিদ্র বিমোচন কর্মসূচির এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এই সুযোগকে কাজে লাগিয়ে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী সম্প্রদায়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ খুঁজে পেয়েছে।

উক্ত সমাপনী অনুষ্ঠানে পল্লী দারিদ্র ফাউন্ডেশন বিমোচনের খোকসা অফিসে কর্মকর্তা বাবু বৈকন্ঠ কুমার মন্ডল বলেন, এ পর্যন্ত প্রায় ১হাজার ৫০২ জন সদস্যের ২কোটি ৫৩ লাখ টাকা ডিপোজিট সঞ্চয় করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর এই টাকায় বলে দেয় দারিদ্র বিমোচনে এ সকল নারীরা কতটা অগ্রণী ভূমিকা পালন করছে।

উপস্থিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন নারীদের অংশগ্রহণে গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ সমাপনী দিন বুধবার পল্লী দারিদ্র ফাউন্ডেশন পি ডি বি এফ এর কার্যালয় অনুষ্ঠিত হয়।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।