Shadow

খোকসায় নতুন দু’জনসহ মোট ২৯ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসায় আজও নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলাটি করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৬ জন।

আজ রবিবার (০৫ জুলাই ২০২০) খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল এতথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তকৃত দুজনের বাড়ি  উপজেলার শোসমপুর ইউনিয়নের চক হরিপুর গ্রামে আক্তারুজ্জামান (৪০) ও হাসপাতাল কম্পাউন্ডের অফিস স্টাফ এর ছেলে জন (২২)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান,   উপজেলায় মোট রোগীর সংখ্যা ২৯ জন। আক্রান্ত নতুন দুজনসহ মোট ১৩ জন আইসোলেশন আছেন। এদের মধ্যে হাসপাতাল আইসোলেশন আছেন তিনজন। ১০ জন রুগী হোম আইসোলেশন চিকিৎসাধীন আছে।

  বঙ্গোপসাগরে জাহাজডুবি, নিখোঁজ ১০

আমাদের বাণী ডট কম/০৫ জুলাই  ২০২০/পিপিএম 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •