Shadow

খোকসায় মুক্তিযোদ্ধা তপন কুমারের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠিত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  একাত্তরের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের ভারতের ট্রেনিংপ্রাপ্ত স্বর্গীয় যতীন্দ্রনাথ দত্তের ছেলে তপন কুমার দত্ত (৬৬) বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় কিডনি রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ি  জেলার খোকসার শিমুলীয়া ইউনিয়নের মানিককাট গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা তপন কুমার এর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে তার বাড়িতেই বৃহস্পতিবার বিকাল চারটার সময় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় অভিবাদন প্রদান করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের নিবার্হী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও ডেপুটি কমান্ডার মোহাম্মদ মঞ্জিল আলী সহ সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী গুনগ্রাহী এই বীর মুক্তিযোদ্ধার এক ছেলে সৌদিতে থাকেন তার এক স্ত্রী এখন জীবিত রইল।

  বাগেরহাটে ৩০পিস কচ্ছপ পাচারকালে গ্রেফতার ১

আমাদের বাণী ডট কম/০২  জুলাই  ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •