সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয় স্বাস্থ্য সপ্তাহ সেবার উদ্বোধন করা হয়েছে। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত মঙ্গলবার সকালে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া জেরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা-কর্মচারী এবং নার্সরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকাল ১১ টায় খোকসা উপজেলা হলরুমে অনুষ্ঠিত উক্ত স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর উদ্বোধন অনুষ্ঠান এরপর উপজেলা পরিষদে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন অতিথিগণ।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]