কু্ষ্টিয়া খোকসা উপজেলার ধোকড়াকোল কলেজ মোড় হতে আমবাড়ীয়া হয়ে কালিতলা রাস্তা সংস্কার এর কাজে অনিয়মের অভিযোগ তুলেছে এলাকাবাসী।

এলাকাবাসী ভাষ্যমতে,  সরকারের উন্নয়ন মূলক কাজের অংশবিশেষ আমবাড়িয়া থেকে কালীতলা বাজার পর্যন্ত রাস্তার সংস্কারের কাজ গত কয়েক মাস ধরে চলছে।

শুক্রবার উক্ত রাস্তার পিচ ডালায়ের কাজ শুরু হয়। রাস্তাটির কাজে নিন্মমানের পাথর পিচমাটি ও নির্মান সামগ্রীদিয়ে ব্যাবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বলে স্থানিয় বাসিন্দাদের অভিযোগ। রাস্তায় পরিমান মত বিটুমিন এবং পিচমাটির পরিমান কম দেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ।

সরেজমিনে দেখা গেছে রাস্তায় অনেক জায়গা অল্প করে পিচ মাটি দেওয়া হয়েছে। নিম্নমানের সামগ্রী ও পিস মাটির কম দিয়ে যদি রাস্তাটির কাজ করা হয় তাহলে কয়েক দিনের মধ্যে পিচ মাটি উঠে যাবে এবং রাস্তা কয়েকদিনের মাথায় আবার নষ্ট হয়ে যাবে।

এব্যাপারে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লোকদের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কথা বলতে রাজি হয়নি।

এই রাস্তাটি দিয়ে আমবাড়িয়া এবং চরের মানুষ মূল পথ হিসাবে ব্যবহার করে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হাওয়াই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।