কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়ন পরিষদের মেহগনি গাছ জৈনক মোঃ ইউনুস আলী প্রামানিক সহ তিন-চারজন অজানা মানুষ শুক্রবার ছুটির দিনে কেটে নিয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।

গোগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সূত্রে জানা গেছে শুক্রবার সকালে (১৯-০৪-২০১৯ ইং) ছুটির দিনে গোপগ্রাম গ্রামের মৃত্য নাজিম উদ্দিন প্রামাণিকের ছেলে মো: ইউনুস আলী প্রামানিক(৪৮) সহ ৩/৪ জন লোক গোগ্রাম ইউনিয়ন পরিষদের জায়গার ১০ টি মেহোগুনি গাছের মধ্যে একটি গাছ কেটে ফেলে। পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেয়। লিখিতভাবে উপজেলা নির্বাহি অফিসার মাফফারা তাসনীন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া জেরিন কে জানান বলে স্থানিয় সাংবাদিকদের জানান। তিনি আরো জানান দলীয় আধিপত্য বিস্তার করে এবং স্থানীয় প্রভাব বিস্তার করে ইউনুস আলী প্রামানিক ইউনিয়ন পরিষদের বড় বড় মেহগনি গাছ গুলো কেটে নিতে চায়। এ বিষয়ে বাধা দিলে তিনি তার প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন।

ইউনূসের গাছটি কেটে নেওয়ার সময় স্থানে জনগণ প্রতিরোধের কারণে গাছের গুঁড়ি ফেলে ইউনূসের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাছটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদ এর ঘরের ভিতরে রাখা হয়েছে।

গাছ কেটে নেওয়া অভিযুক্ত মো: ইউনুস আলী পরামানিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, আমার কাছে কোন লিখিত অভিযোগ করেনি এবং এ বিষয়ে আমি কোন তথ্য জানিনা।

আমাদের বাণী-/ঢাকা/এবি

[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।