গন্ধ খুঁজে পাই
মনিদীপা ঘোষ

নগ্ন নদীর জলের গন্ধ
ভেসে যায় কচুরিপানার স্বপ্নের গন্ধ।
বেশরম্ বুকখোলা ফুলের গন্ধ
উড়ে যায় খেয়ালী প্রজাপতির ডানার গন্ধ।
হেঁটে যাওয়া মেয়েদের গায়ের গন্ধ
বাতাসে বিলিয়ে যায় ভালোবাসার নেশা ধরানো
মন কেমন করা গন্ধ।
পুরোনো বইয়ের ছেলেবেলার গন্ধ
পুড়ে যাওয়া রান্নার গন্ধ
ফেলে আসা স্মৃতি — ঝরে পড়া পাখির পালক কিংবা বিবর্ণ পাতার বিষন্নতার গন্ধ
বৃষ্টিভেজা মেঘের গন্ধ
গায়ে গতরে খাটা শিশুশ্রমিকের ঘামের গন্ধ
— গন্ধপালিত পৃথিবীর লাবণ্যের ভীড়ে মিশে যেতে যেতে
টের পাই গোল্ড ফ্লেকের গন্ধ
আর গন্ধ পাই প্রশ্নজীবী মানুষের উত্তরসন্ধানী মানুষের
সুযোগসন্ধানী মানুষের
বুদ্ধিজীবী মানুষের
জীবনের অবিরল
আলাদা আলাদা হৃদয়ের গন্ধ।
গন্ধ খুঁজে পাই আদিম ও আধুনিক পৃথিবীর অরণ্য আকাশে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।