রাজবাড়ীর গোয়ালন্দে  রফিক মৃধা (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করেছে ১০৫ বোতল ফেনসিডিল। গ্রেপ্তারকৃত রফিকের বাবার নাম কিয়ামউদ্দিন মৃধা।

রবিবার বেলা ১১ টায় গোয়ালন্দ পৌর এলাকায় ৮ নং ওয়ার্ডের বিপিনারায়নপাড়া অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী’র সহকারী পরিচালক মো: তানভীর হোসেন খান-এর নেতৃত্বে গোয়ালন্দ পৌর এলাকায় ৮ নং ওয়ার্ডের বিপিনারায়নপাড়ায় থাকা মাদক ব্যবসায়ী রফিক মৃধার বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে রফিককে গ্রেপ্তার করার পাশাপাশি এক লাখ ২৬ হাজার টাকা মূল্যের ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করার পাশাপাশি মাদক দ্রব্য বিক্রির সাত হাজার টাকাও জব্দ করা হয়।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানাগেছে।

আমাদের বাণী-/ঢাকা/এবি

[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।